নিজস্ব প্রতিবেদক:
রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় জয়ী হয়েছেন রাজধানী বুখারেস্টের বর্তমান মেয়র ও ইউরোপপন্থী নেতা নিকুসর ড্যান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রথম দফার ভোটে চরম ডানপন্থী দল এ.ইউ.আর.-এর নেতা জর্জ সিমিয়ন নাটকীয়ভাবে এগিয়ে থাকলেও, দ্বিতীয় দফায় ৫৩ শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন ড্যান। উল্লেখ্য, প্রথম দফার ফলাফল রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে বাতিল হওয়ায় দেশজুড়ে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।
রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে প্রায় ১ কোটি ১৬ লাখ ভোটার তাদের মতামত দেন, যার মধ্যে ৬ মিলিয়নের বেশি ভোট পেয়েছেন ড্যান। ভোটের ফলাফল নিশ্চিত হওয়ার পর তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন,
‘আমরা যাকেই ভোট দিয়েছি না কেন, সবাই মিলে রোমানিয়াকে গড়ে তুলতে হবে।’
বিজয় উদযাপনে বুখারেস্ট সিটি হলের বিপরীত পার্কে বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। সেখানে ‘রাশিয়া, ভুলে যেও না, রোমানিয়া তোমার নয়’—এই স্লোগান দিয়ে উল্লাসে মেতে ওঠেন ড্যান সমর্থকরা।
প্রাথমিক জরিপে পরাজয়ের ইঙ্গিত থাকলেও, প্রতিদ্বন্দ্বী জর্জ সিমিয়ন তা মানতে নারাজ ছিলেন। নিজের বিজয়ের দাবি তুলে তিনি বলেন,
‘আমি জিতেছি, আমি রোমানিয়ার নতুন প্রেসিডেন্ট, আমি রোমানিয়ান জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিচ্ছি।’
তবে শেষ পর্যন্ত বাস্তবতা মেনে নিতে বাধ্য হন তিনি। তার ডাকা একটি বিক্ষোভ কর্মসূচিও পরবর্তীতে বাতিল করা হয়।
এ বিজয়ের মাধ্যমে ইউরোপীয়পন্থী ও উদারনৈতিক রাজনীতির প্রতি রোমানিয়ানদের সমর্থনের বহিঃপ্রকাশ ঘটল বলে বিশ্লেষকরা মনে করছেন।