নিজস্ব প্রতিবেদক:
অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “তার নামে যদি মামলা থাকে তাহলে আপনি কি করতেন? ছেড়ে দিলে তখন আপনারাই বলতেন—স্যার, আপনি ছেড়ে দিয়েছেন।” তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাকে ছেড়ে দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন।
সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, সংস্কৃতি উপদেষ্টা এ বিষয়ে যে মন্তব্য করেছেন, তা তাঁর ব্যক্তিগত মতামত হতে পারে।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা জুলাই গণহত্যায় প্রকৃতভাবে জড়িত, তাদেরই যেন গ্রেফতার করা হয় এবং কেউ যেন অযথা ভোগান্তির শিকার না হয়—এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।