২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সচিবালয়ে আওয়ামী লীগের দোসরদের তালিকা প্রকাশ, আট দফা দাবি জুলাই ঐক্যের

নিজস্ব প্রতিবেদক:

সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকা আমলাদের ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে ৪৪ জন সচিবালয় কর্মরত আমলার এবং প্রশাসনের প্রায় ৫০ জন কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে সংগঠন ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনের শিরোনাম ছিল—‘সচিবালয়ে ও প্রশাসনে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ’। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে প্রশাসনের বহু কর্মকর্তা শেখ হাসিনার সরকারকে সহায়তা করেছেন এবং এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত রয়েছেন।

শহিদ মুহতাসির রহমান আলিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান সংবাদ সম্মেলনে তালিকায় থাকা ৪৪ জন আমলার নাম পড়ে শোনান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তীতে দেশের বিভিন্ন সেক্টরে থাকা ‘স্বৈরাচারের দোসর’দের তালিকা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে, যার মধ্যে থাকবে শিক্ষা, চিকিৎসা, আইন ও গণমাধ্যম খাত।

জুলাই ঐক্যের আট দফা দাবি:

১. ৩১ মে’র মধ্যে তালিকাভুক্ত সকল আমলাকে বাধ্যতামূলক অবসর প্রদান।
২. তিন কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে অগ্রগতি প্রকাশ।
৩. (সংখ্যা অনুপস্থিত ছিল)
৪. গুলি চালানো ও তথ্য পাচারে জড়িত আমলাদের সম্পদ জব্দ।
৫. স্বৈরাচারের দোসরদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ও আইনগত ব্যবস্থা।
৬. ৫ আগস্টের মধ্যে চিহ্নিতদের শ্বেতপত্র প্রকাশ।
৭. আইনের ১৩২ ধারা বাতিল বা সংশোধন করে পুলিশের বিরুদ্ধে মামলা নেওয়ার সুযোগ নিশ্চিত করা।
৮. সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা ও অবস্থান প্রকাশ।

সংগঠনের ভাষ্য অনুযায়ী, এসব দাবির বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলেও ইঙ্গিত দিয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ঢাবি শিক্ষার্থী শাহরিয়ারের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য

মানবিক করিডর নিয়ে ধোঁয়াশা: প্রশ্নের মুখে সরকারের অবস্থান

নিজস্ব প্রতিবেদক: রাখাইন রাজ্যে মানবিক করিডর প্রতিষ্ঠা নিয়ে জাতিসংঘের অনুরোধ ও সরকারের অবস্থান ঘিরে ব্যাপক ধোঁয়াশা ও বিতর্ক তৈরি হয়েছে। জাতিসংঘ দুর্ভিক্ষের আশঙ্কা থেকে এই

শিক্ষার্থীকে সাত মাস আটকে রেখে ধর্ষণ, সংগীতশিল্পী নোবেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে এক শিক্ষার্থীকে দীর্ঘ সাত মাস আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর ডেমরা থানা পুলিশের অভিযানে

বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ

Scroll to Top