নিজস্ব প্রতিবেদক:
সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকা আমলাদের ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে ৪৪ জন সচিবালয় কর্মরত আমলার এবং প্রশাসনের প্রায় ৫০ জন কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে সংগঠন ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনের শিরোনাম ছিল—‘সচিবালয়ে ও প্রশাসনে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ’। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে প্রশাসনের বহু কর্মকর্তা শেখ হাসিনার সরকারকে সহায়তা করেছেন এবং এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত রয়েছেন।
শহিদ মুহতাসির রহমান আলিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান সংবাদ সম্মেলনে তালিকায় থাকা ৪৪ জন আমলার নাম পড়ে শোনান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তীতে দেশের বিভিন্ন সেক্টরে থাকা ‘স্বৈরাচারের দোসর’দের তালিকা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে, যার মধ্যে থাকবে শিক্ষা, চিকিৎসা, আইন ও গণমাধ্যম খাত।
জুলাই ঐক্যের আট দফা দাবি:
১. ৩১ মে’র মধ্যে তালিকাভুক্ত সকল আমলাকে বাধ্যতামূলক অবসর প্রদান।
২. তিন কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে অগ্রগতি প্রকাশ।
৩. (সংখ্যা অনুপস্থিত ছিল)
৪. গুলি চালানো ও তথ্য পাচারে জড়িত আমলাদের সম্পদ জব্দ।
৫. স্বৈরাচারের দোসরদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ও আইনগত ব্যবস্থা।
৬. ৫ আগস্টের মধ্যে চিহ্নিতদের শ্বেতপত্র প্রকাশ।
৭. আইনের ১৩২ ধারা বাতিল বা সংশোধন করে পুলিশের বিরুদ্ধে মামলা নেওয়ার সুযোগ নিশ্চিত করা।
৮. সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা ও অবস্থান প্রকাশ।
সংগঠনের ভাষ্য অনুযায়ী, এসব দাবির বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলেও ইঙ্গিত দিয়েছে।