নিজস্ব প্রতিবেদক:
সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে এক শিক্ষার্থীকে দীর্ঘ সাত মাস আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর ডেমরা থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে সোমবার রাতে ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—গত বছরের নভেম্বরে ইডেন কলেজের এক শিক্ষার্থীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নিয়ে যান নোবেল। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ডেমরার একটি বাসায় দীর্ঘ সাত মাস আটকে রাখেন। এই সময় নোবেল শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন এবং এসব দৃশ্য মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেল করতেন।
সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে নোবেলকে এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাতে দেখা যায়। এই ভিডিও দেখে ভুক্তভোগীর পরিবার টাঙ্গাইল থেকে ঢাকায় এসে পুরো ঘটনা জানতে পারেন এবং পরে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।
ওসি মাহমুদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর নোবেল পালিয়ে যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত ২টার দিকে ডেমরা এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নোবেল দেশত্যাগের পরিকল্পনা করেছিলেন এবং এজন্য একটি মাইক্রোবাস ভাড়াও করেছিলেন বলে পুলিশ জানায়।
তার বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য উদঘাটনে কাজ করছে পুলিশ।