২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীকে সাত মাস আটকে রেখে ধর্ষণ, সংগীতশিল্পী নোবেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে এক শিক্ষার্থীকে দীর্ঘ সাত মাস আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর ডেমরা থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে সোমবার রাতে ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—গত বছরের নভেম্বরে ইডেন কলেজের এক শিক্ষার্থীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নিয়ে যান নোবেল। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ডেমরার একটি বাসায় দীর্ঘ সাত মাস আটকে রাখেন। এই সময় নোবেল শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন এবং এসব দৃশ্য মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেল করতেন।

সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে নোবেলকে এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাতে দেখা যায়। এই ভিডিও দেখে ভুক্তভোগীর পরিবার টাঙ্গাইল থেকে ঢাকায় এসে পুরো ঘটনা জানতে পারেন এবং পরে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

ওসি মাহমুদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর নোবেল পালিয়ে যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত ২টার দিকে ডেমরা এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নোবেল দেশত্যাগের পরিকল্পনা করেছিলেন এবং এজন্য একটি মাইক্রোবাস ভাড়াও করেছিলেন বলে পুলিশ জানায়।

তার বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গাজায় ১৪ হাজার শিশু মৃত্যুর ঝুঁকিতে, ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণ না পৌঁছালে চরম বিপর্যয়: জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক: গাজায় চলমান মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে। জাতিসংঘ সতর্ক করেছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পর্যাপ্ত ত্রাণ না পৌঁছালে অন্তত ১৪ হাজার শিশু

ঢাবি শিক্ষার্থী শাহরিয়ারের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য

মানবিক করিডর নিয়ে ধোঁয়াশা: প্রশ্নের মুখে সরকারের অবস্থান

নিজস্ব প্রতিবেদক: রাখাইন রাজ্যে মানবিক করিডর প্রতিষ্ঠা নিয়ে জাতিসংঘের অনুরোধ ও সরকারের অবস্থান ঘিরে ব্যাপক ধোঁয়াশা ও বিতর্ক তৈরি হয়েছে। জাতিসংঘ দুর্ভিক্ষের আশঙ্কা থেকে এই

সচিবালয়ে আওয়ামী লীগের দোসরদের তালিকা প্রকাশ, আট দফা দাবি জুলাই ঐক্যের

নিজস্ব প্রতিবেদক: সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকা আমলাদের ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে ৪৪ জন সচিবালয় কর্মরত আমলার এবং প্রশাসনের প্রায় ৫০ জন কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে

Scroll to Top