২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক গ্রেফতার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আসাদুজ্জামান আসাদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার(২০মে) সকালে পুলিশ লাইন্স একাডেমি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিরহলি গ্রামের আসাদুজ্জামান আসাদ, আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ সুত্র জানায়, পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা ছিল মঙ্গলবার। এদিন জেলা সদরের শিপন রায়ের হয়ে প্রক্সি দিতে পুলিশ লাইন্স একাডেমিতে আসেন আসাদ। পরীক্ষা শুরুর প্রাক্কালে কাগজ পত্র যাচাই বাছাইকালে সন্দেহ এবং প্রবেশ পত্রের সাথে তার ছবির মিল না থাকায় আটক করা হয় তাকে। পরীক্ষার্থী শিপন রায় নীলফামারী সদরের বাসিন্দা এবং দুলাল চন্দ্রের ছেলে।

অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসাদ জানান, শিপন আমার মামাতো ভাই। তার অনুরোধে আজকে প্রক্সি পরীক্ষা দিতে আসি। আমার ভুল হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। পুলিশ কনস্টেবল নিয়োগ লিখিত পরীক্ষায় অংশ নেয়ার জন্য ২৫১জন পরীক্ষার্থী ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top