নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সংগঠনের নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
অবরোধকালে ছাত্রদলের নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’—ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। তারা বলেন, শাহরিয়ারের হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
এর আগে রোববার ছাত্রদলের পক্ষ থেকে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের শীর্ষ নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে সরকার যদি শাহরিয়ারের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারে আন্তরিকতা না দেখায়, তাহলে যমুনা টেলিভিশন ঘেরাওয়ের হুমকিও দেন তারা।
গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহরিয়ার। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার ভাই শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন।
শাহরিয়ার ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। তার হত্যাকাণ্ড ঘিরে শিক্ষার্থী ও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। ছাত্রদলের দাবি, দ্রুত তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।