নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ চেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই আহ্বান জানান।
পোস্টে ইশরাক হোসেন বলেন, “গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। যেহেতু এটা প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন এবং হয়তো ভবিষ্যতে সরাসরি যুক্ত হবেন ও নির্বাচন করবেন, তাহলে পদত্যাগই কি সঠিক পদক্ষেপ নয়?”
তিনি তাদেরকে উদাহরণ হিসেবে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের পথ অনুসরণের আহ্বান জানান, যিনি নিজের রাজনৈতিক অভিপ্রায় প্রকাশ করে সরকার থেকে সরে দাঁড়িয়েছিলেন। তিনি লেখেন, “আপনারাও সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে অভিজ্ঞতা অর্জন করলে দেশ ও জনগণের জন্য আরও ভালো কিছু করতে পারবেন।”
ইশরাক অভিযোগ করেন, বর্তমান পদে থেকে তারা নিজেদের দলের লোকদের সুবিধা দিতে বাধ্য হবেন এবং শতভাগ নিরপেক্ষ থাকা সম্ভব হবে না। তার ভাষায়, “ক্ষমতা ধরে রাখলে বিশেষ সুবিধা দিতেই হবে, এ থেকে বিরত থাকার কোনো বাস্তবতা নেই।”
নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে ইশরাক বলেন, “আমিও কম সমালোচনার শিকার হইনি। কিন্তু জনগণকে বোঝানোর প্রয়োজন ছিল যে, আপনাদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে।”
পোস্টের শেষ দিকে তিনি জোর দিয়ে বলেন, “আপনাদের পদত্যাগের দাবি থেকে সরার কোনো সুযোগ নাই। আপনারাই বা কেন থাকতে চাচ্ছেন?”
ইশরাক হোসেনের এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে বিরোধী দলের এই প্রশ্ন সামনে আরও রাজনৈতিক বিতর্ক উস্কে দিতে পারে।