১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা চীনের

নিজস্ব প্রতিবেদক:
কাশ্মীর ইস্যু ঘিরে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন। বেইজিং সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বিশ্লেষকরা এই অবস্থানকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

ওয়াং ই বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার বিরোধ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। তিনি পাকিস্তানকে ‘আয়রন-ক্ল্যাড বন্ধু’ হিসেবে উল্লেখ করে দুই দেশের ‘সব-মৌসুমী কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব’ আরও গভীর করার আশ্বাস দেন।

জবাবে ইসহাক দার চীনের পক্ষ থেকে পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। দুই দেশের মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা, দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি, চীন-পাকিস্তান বন্ধুত্বের ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং সিপিইসি ২.০ নিয়ে আলোচনা হয়েছে বলে পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চীন ও পাকিস্তান আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার লক্ষ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে একমত হয়েছে এবং সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

সফরের সময় ইসহাক দার কমিউনিস্ট পার্টি অব চায়নার আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও-এর সঙ্গেও বৈঠক করেন। সেখানে দুই দেশের রাজনৈতিক দলের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়।

উল্লেখ্য, ৫ ও ৬ মে ভারতের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে বিমান হামলায় পাকিস্তানের কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন। জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় জেট ভূপাতিত করে এবং পাল্টা ড্রোন ও বিমানঘাঁটিতে হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ভারত এখনো আগ্রাসী অবস্থানে রয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান।

চীনের আমন্ত্রণে ইসহাক দার সোমবার তিন দিনের সরকারি সফরে বেইজিং পৌঁছান। সফরকালে চীনা নেতৃত্বের সঙ্গে তার রাজনৈতিক, আঞ্চলিক, আন্তর্জাতিক এবং সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top