মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর গ্রাম থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে এক নারীকে গ্রেপ্তার করা হলেও তার স্বামী পলাতক রয়েছেন।
বুধবার (২১ মে) বিকেল ৫টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত অভিযানে এ সফলতা আসে।
অভিযুক্তদের পরিচয়:
১. মোসা. চাঁদনী বেগম, স্বামী – মো. হাবিবুর রহমান হাবু (গ্রেফতার)
২. মো. হাবিবুর রহমান হাবু, পিতা – মো. আব্দুল হামিদ গুধু, সাং – কানসাট গোপালনগর, থানা – শিবগঞ্জ, জেলা – চাঁপাইনবাবগঞ্জ (পলাতক)
অভিযানকালে তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১৯(খ)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত চাঁদনী বেগম জানিয়েছেন, তিনি ও তার স্বামী হাবু দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
অভিযানের নেতৃত্ব দেওয়া কর্মকর্তারা জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদক কারবারে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।