২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

এভারেস্টের চূড়ায় কাঁদলেন শাকিল, বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশি তরুণ

নিজস্ব প্রতিবেদক:

এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে আবেগে কেঁদে ফেলেছেন বাংলাদেশের পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। কক্সবাজারের ইনানী সৈকত থেকে ১,৩৭২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি ১৯ মে ২০২৫ তারিখে ভোর সাড়ে ছয়টায় পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেন। ‘সি টু সামিট’ নামের এই অভিযানে শাকিল গড়েছেন একাধিক নজির—তিনি হয়েছেন সপ্তম বাংলাদেশি, সর্বকনিষ্ঠ এবং পদযাত্রায় সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে সবচেয়ে কম সময়ে এভারেস্টজয়ী মানুষ।

এভারেস্ট জয়ের পর শাকিল লিখেছেন, “আমি তখন কেবল একজন পর্বতারোহী ছিলাম না—আমি ছিলাম হাজারো ত্যাগ, সংগ্রাম, স্বপ্ন আর দায়িত্ববোধের প্রতীক।”

অভিযানের উদ্দেশ্য ছিল পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়া। শাকিলের ভাষায়, “যদি পাহাড় জয় করা যায়, তবে নিজের ভেতরের অসচেতনতাকেও জয় করা সম্ভব।” তাঁর এই অভিযানে শারীরিক ও মানসিক সীমা ছাপিয়ে ছিল এক বিশাল বার্তা—প্লাস্টিক দূষণ ও কার্বন নিঃসরণ রোধে বিশ্বকে সচেতন করা।

এভারেেস্ট চূড়ায় ওঠার পুরো পথে তিনি পাড়ি দিয়েছেন বাংলাদেশের সমুদ্র উপকূল, ভারত ও নেপালের দুর্গম অঞ্চল, খুম্বু আইসফল, সাউথ কল, হিলারি স্টেপসহ বহু কঠিন স্থান। প্রতিটি ধাপে ছিল জীবন-মৃত্যুর ভারসাম্য।

অভিযানের আয়োজক ছিল বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। প্রধান পৃষ্ঠপোষক প্রাণ, সহযোগী ছিল ইউএনডিপি, মি. নুডলস, সিস্টেমা টুথব্রাশ, মাকালু ই ট্রেডার্স, ৮কে এক্সপেডিশন, জাগোনিউজ, ও জাগো এফএম।

শাকিলের সঙ্গী ও গাইড ছিলেন নেপালের তাশি গ্যালজেন শেরপা, যিনি নিজেও ২০ দিনের মধ্যে চারবার এভারেস্ট চূড়ায় ওঠার পথে। শাকিল জানিয়েছেন, “আমার এই জয় একার নয়। এটি দেশের, তরুণ প্রজন্মের, যারা স্বপ্ন দেখে সীমা ভাঙার।”

গাজীপুরের কালিয়াকৈরের এই তরুণ ২০১৩ সালে কলকাতা থেকে হেঁটে ঢাকায় এসেছিলেন। এরপর থেকেই যুক্ত হন পর্বতারোহণে। তিনি কেয়াজো-রি, দ্রৌপদী-কা-ডান্ডা-২, হিমলুংসহ বহু পর্বত জয়ের অভিজ্ঞতা অর্জন করেন।

সাম্প্রতিক এই এভারেস্ট জয় শুধু রেকর্ড নয়, বরং একটি জাতির পক্ষ থেকে বিশ্বকে দেওয়া এক গুরুত্বপূর্ণ বার্তা—”এখনই সময় সচেতন হওয়ার, নইলে ভবিষ্যৎ আর থাকবে না।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

টঙ্গীতে আওয়ামী পরিবারের ব্যানারে মিছিলের চেষ্টায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর বনমালা রোডে আওয়ামী পরিবারের ব্যানারে মিছিলের চেষ্টার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) ভোর ৬টার দিকে টঙ্গী-জয়দেবপুর রোডের

মহিলা পলিটেকনিক থেকে শিক্ষার্থী নিখোঁজ: হোস্টেল সুপারের আচরণ রহস্যজনক

রাজধানীর শেরেবাংলা নগরের মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজির ১ম সেমিস্টারে পড়ুয়া এক নারী শিক্ষার্থী পলিটেকনিকের আবাসিক এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি

কোন নির্বাচন আগে হবে সরকারই সিদ্ধান্ত নেবে: ইসি

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় কোন নির্বাচন আগে হবে— তা নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো.

মানবিক করিডর নিয়ে যে প্রচার চলছে তা গুজব: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশ ‘মানবিক করিডর’ দিয়েছে—এমন তথ্য ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

Scroll to Top