২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (১৫-২১ মে): সারাদেশে আটক ২৫৮

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায়, গত ১৫ মে ২০২৫ থেকে ২১ মে ২০২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ কর্তৃক, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সকল যৌথ অভিযানে হত্যা মামলার আসামি, অবৈধ অস্ত্রধারী, তালিকাভুক্ত সন্ত্রাসী, চোরাকারবারী, কিশোর গ্যাং সদস্য, অবৈধ মাটি উত্তোলনকারী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত এবং দালালচক্রের সদস্যসহ মোট ২৫৮ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অপরাধীদের নিকট হতে ১৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১০৫টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, বিভিন্ন মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, চোরাই মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। শিল্পাঞ্চলসমূহে শ্রমিক অসন্তোষ প্রশমনে সেনা টহলদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একইসঙ্গে, বিভিন্ন স্থানে দুর্ঘটনামূলক অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী সদস্যগণ জনগণের জানমাল রক্ষায় সরাসরি অগ্নি নির্বাপনে অংশ নেয়।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

২০০৮ সালের নির্বাচনে সম্পদের তথ্য গোপনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের তদন্ত: ইসিকে চিঠি

নিজস্ব প্রতিনিধি: ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জমা দেওয়া হলফনামায় সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে

টঙ্গীতে আওয়ামী পরিবারের ব্যানারে মিছিলের চেষ্টায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর বনমালা রোডে আওয়ামী পরিবারের ব্যানারে মিছিলের চেষ্টার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) ভোর ৬টার দিকে টঙ্গী-জয়দেবপুর রোডের

এভারেস্টের চূড়ায় কাঁদলেন শাকিল, বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশি তরুণ

নিজস্ব প্রতিবেদক: এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে আবেগে কেঁদে ফেলেছেন বাংলাদেশের পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। কক্সবাজারের ইনানী সৈকত থেকে ১,৩৭২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি ১৯ মে

মহিলা পলিটেকনিক থেকে শিক্ষার্থী নিখোঁজ: হোস্টেল সুপারের আচরণ রহস্যজনক

রাজধানীর শেরেবাংলা নগরের মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজির ১ম সেমিস্টারে পড়ুয়া এক নারী শিক্ষার্থী পলিটেকনিকের আবাসিক এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি

Scroll to Top