২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করলো আইএসপিআর

নিজস্ব প্রতিনিধি:

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সময় প্রাণনাশের আশঙ্কায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। এসব আশ্রিত ব্যক্তিদের তালিকা বৃহস্পতিবার রাতে প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এর আগে ১৮ আগস্ট আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ৫ আগস্টের ঘটনার পর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। ওই পরিস্থিতিতে প্রাণরক্ষার জন্য রাজনৈতিক নেতা ও সাধারণ নাগরিকেরা স্বতঃপ্রণোদিতভাবে বিভিন্ন সেনানিবাসে নিরাপত্তা চেয়ে উপস্থিত হন।

তালিকা দেখতে ক্লিক করুন

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, বিচারবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধ, মানুষের জীবনরক্ষা এবং আইনের শাসন বজায় রাখার স্বার্থে মোট ৬২৬ জনকে সাময়িকভাবে আশ্রয় দেওয়া হয়। পরে পরিস্থিতির উন্নতি হলে তাঁদের মধ্যে ৬১৫ জন স্বেচ্ছায় সেনানিবাস ত্যাগ করেন।

অপরদিকে, চারজনের বিরুদ্ধে অভিযোগ বা মামলা থাকায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আরও সাতজন সেনানিবাসে অবস্থান করছেন, যাঁদের বিষয়ে পর্যবেক্ষণ চলছে।

আইএসপিআর জানিয়েছে, মানবিক বিবেচনায় নেওয়া এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল অস্থিতিশীল পরিস্থিতিতে নিরীহ মানুষের জীবন সুরক্ষা নিশ্চিত করা। তাদের দেওয়া তালিকাটি এখন জনসমক্ষে উন্মুক্ত করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top