২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

কুমির ডেকে আনলে নিজেরাই শিকার হবেন: ফেসবুকে হুঁশিয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ, উত্তরাঞ্চলীয় অংশীদার এবং দিল্লিভিত্তিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে ‘কুমির’ ডেকে আনা হচ্ছে— আর এই কুমিরই শেষমেশ তাদেরকেই গ্রাস করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক স্ট্যাটাসে আসিফ লেখেন, “BAL, North & Delhi জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে। You’re not one of them—just co-opted temporarily (তুমি ওই দলের স্থায়ী সদস্য নও, শুধুই ক্ষণিকের জন্য)।”

তিনি আরও বলেন, “আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস, গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আরকি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বার্তায় সরাসরি না বললেও স্পষ্টতই আওয়ামী লীগ এবং তাদের বিদেশি মিত্রদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের ভেতর থেকেই এমন স্বরে কথা বলার ঘটনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন অনেকে।

এই পোস্ট সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেউ কেউ এটিকে রাজনৈতিক সতর্কবার্তা, কেউবা হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন বার্তার মধ্য দিয়ে যেমন রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ পাচ্ছে, তেমনি ভেতরের মতপার্থক্য ও চাপের ইঙ্গিতও স্পষ্ট হয়ে উঠছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আরেকটা এক-এগারোর বন্দোবস্ত চলছে: নাহিদ ইসলাম

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পুনর্বাসনে অধ্যাদেশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন নিশ্চিত করতে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও

মান-অভিমান ভুলে দায়িত্ব পালনের আহ্বান মামুনুল হকের

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে মান-অভিমান ভুলে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৩ মে) জুমার নামাজ

দুমকির শহিদকন্যা ধর্ষণে অংশ নেয় ৩ কিশোর, মিলেছে পর্ণোগ্রাফি তৈরির প্রমাণ

জাকির হোসেন হাওলাদার, পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, আলোচিত শহিদকন্যার ধর্ষণে সরাসরি অংশ নেয় তিন কিশোর। একইসঙ্গে তারা ভুক্তভোগীর বিবস্ত্র ছবিও তুলেন। আদালতে জমা

Scroll to Top