নিজস্ব প্রতিবেদক:
জনগণের উদ্দেশে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (২৩ মে) দুপুরে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়েছে। এর মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।”
সেনাবাহিনী আরও বলেছে, “গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।”
ফেসবুক পোস্টে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়, যাতে সঠিক তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া বিভিন্ন ভুয়া তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে এ ধরনের সতর্কবার্তা সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
সেনাবাহিনীর এই আহ্বান সকল নাগরিককে দায়িত্বশীল আচরণ, তথ্য যাচাই এবং বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ জানায়।