২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

গুজবে কান না দিতে জনগণের প্রতি সেনাবাহিনীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

জনগণের উদ্দেশে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (২৩ মে) দুপুরে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়েছে। এর মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।”

সেনাবাহিনী আরও বলেছে, “গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।”

ফেসবুক পোস্টে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়, যাতে সঠিক তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া বিভিন্ন ভুয়া তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে এ ধরনের সতর্কবার্তা সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সেনাবাহিনীর এই আহ্বান সকল নাগরিককে দায়িত্বশীল আচরণ, তথ্য যাচাই এবং বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ জানায়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ড. ইউনূস পদত্যাগ করছেন না, দেশের জন্য তিনি অপরিহার্য: বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জন নাকচ করে দিয়েছেন তার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

কুমির ডেকে আনলে নিজেরাই শিকার হবেন: ফেসবুকে হুঁশিয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ, উত্তরাঞ্চলীয় অংশীদার এবং দিল্লিভিত্তিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে ‘কুমির’ ডেকে আনা হচ্ছে— আর এই কুমিরই শেষমেশ তাদেরকেই গ্রাস করবে বলে মন্তব্য

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের স্ট্যাটাসে ঐক্যের বার্তা ও রাজনৈতিক সংকেত

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম একটি কোরআনের আয়াত উদ্ধৃত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যা রাজনৈতিক অঙ্গনে

“এভাবে দায়িত্ব পালন সম্ভব নয়”—দেশের পরিস্থিতি নিয়ে হতাশ ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী সংকট নিয়ে গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার

Scroll to Top