নিজস্ব প্রতিবেদক:
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে মান-অভিমান ভুলে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৩ মে) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখার আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, শহিদদের রক্তের দাগ এখনো শুকায়নি, অথচ ফ্যাসিস্ট শক্তি নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় সবাইকে ‘জুলাইয়ের চেতনা’ ধারণ করে ঐক্যবদ্ধ হতে হবে।
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাই গণহত্যার বিচার, হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের গণহত্যা বন্ধের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
তিনি বলেন, সংবিধান ও রাজনৈতিক সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। তার আগে খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান করতে হবে।
মামুনুল হক বিএনপি, জামায়াত, ছাত্রসমাজ ও হেফাজতসহ জুলাই গণঅভ্যুত্থানের সব অংশীজনকে মতভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ইসলামই নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। হেফাজত নারীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানায়। নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব থেকে বহুত্ববাদ মতবাদ বাদ দিতে হবে।
শাপলা গণহত্যার বিচারে একটি কমিশন গঠনের দাবিও জানান তিনি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে এসে শেষ হয়, যাতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।