২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

মান-অভিমান ভুলে দায়িত্ব পালনের আহ্বান মামুনুল হকের

নিজস্ব প্রতিবেদক:

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে মান-অভিমান ভুলে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৩ মে) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখার আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, শহিদদের রক্তের দাগ এখনো শুকায়নি, অথচ ফ্যাসিস্ট শক্তি নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় সবাইকে ‘জুলাইয়ের চেতনা’ ধারণ করে ঐক্যবদ্ধ হতে হবে।

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাই গণহত্যার বিচার, হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের গণহত্যা বন্ধের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

তিনি বলেন, সংবিধান ও রাজনৈতিক সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। তার আগে খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান করতে হবে।

মামুনুল হক বিএনপি, জামায়াত, ছাত্রসমাজ ও হেফাজতসহ জুলাই গণঅভ্যুত্থানের সব অংশীজনকে মতভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, ইসলামই নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। হেফাজত নারীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানায়। নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব থেকে বহুত্ববাদ মতবাদ বাদ দিতে হবে।

শাপলা গণহত্যার বিচারে একটি কমিশন গঠনের দাবিও জানান তিনি।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে এসে শেষ হয়, যাতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পুনর্বাসনে অধ্যাদেশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন নিশ্চিত করতে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও

দুমকির শহিদকন্যা ধর্ষণে অংশ নেয় ৩ কিশোর, মিলেছে পর্ণোগ্রাফি তৈরির প্রমাণ

জাকির হোসেন হাওলাদার, পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, আলোচিত শহিদকন্যার ধর্ষণে সরাসরি অংশ নেয় তিন কিশোর। একইসঙ্গে তারা ভুক্তভোগীর বিবস্ত্র ছবিও তুলেন। আদালতে জমা

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে হেফাজতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: আলোচিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীরা। শুক্রবার (২৩ মে)

ড. ইউনূস পদত্যাগ করছেন না, দেশের জন্য তিনি অপরিহার্য: বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জন নাকচ করে দিয়েছেন তার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

Scroll to Top