নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের ব্যস্ততম পশ্চিম পয়েন্টে শত শত দর্শনার্থীর সামনে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আলী আকবর ওরফে ‘ঢাকাইয়া আকবর’সহ আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২০ মে) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আকবর নগরীর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ মঞ্জুর। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও পুলিশ জানিয়েছে, তিনি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত এবং বেড়াতে এসেছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাইয়া আকবর এক নারী ও চার যুবককে সঙ্গে নিয়ে সৈকতের ২৮ নম্বর দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে চারজন যুবক হঠাৎ সেখানে এসে আকবরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। আকবর দৌড়ে পালাতে চেষ্টা করলেও তার শরীরে ৪-৫টি গুলি লাগে। এ সময় পাশে থাকা আরেক দর্শনার্থীও গুলিবিদ্ধ হন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম যুগান্তরকে বলেন, “রাতে হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”
গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, ঢাকাইয়া আকবর ও বর্তমানে কারাবন্দি অপর সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ পরস্পরের প্রতিদ্বন্দ্বী। সাজ্জাদের ধারণা, ঢাকাইয়া আকবর তাকে গ্রেপ্তারে সহায়তা করেছিলেন। সেই শত্রুতার জের ধরেই আকবরকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয় বলে সন্দেহ করা হচ্ছে।
এ ঘটনায় সৈকতে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে।