মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকায় পুলিশের অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। শুক্রবার (২৪ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীঘিনালা থানা পুলিশ ১৪,০০০ প্যাকেট ‘ORIS’ ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করে।
অভিযানে জব্দ করা হয় পাচারে ব্যবহৃত ২টি রেজিস্ট্রেশনবিহীন মাহিন্দ্র গাড়িও। এ সময় পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়। তারা হলেন, মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১) — দুজনই মেরুং ইউপির সোবাহানপুর এলাকার বাসিন্দা।
ঘটনার বিষয়ে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফরিদুল আলম এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানটি পরিচালনা করে। উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য আনুমানিক ১৬ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় দীঘিনালা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫-বি ধারায় একটি মামলা (নং-০৮, তারিখ: ২৪.০৫.২০২৫) দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।