মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগ সভাপতিসহ আটক ২, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় রাজনৈতিক সহিংসতার মামলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নের মসজিদপাড়া এলাকায় পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. জাকির হোসেন (৪২) বাবুছড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি। তাঁর বিরুদ্ধে দীঘিনালা থানায় রাজনৈতিক সহিংসতার অভিযোগে একটি মামলা রয়েছে।
একই দিন সকাল সাড়ে ১০টার দিকে মসজিদপাড়া এলাকা থেকে মো. জিয়াউর রহমান (৪০) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বাবুছড়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য। তদন্তে তাঁর সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানটি নেতৃত্ব দেন দীঘিনালা থানার উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। জাকির হোসেন মামলার এজাহারভুক্ত আসামি এবং জিয়াউর রহমানকে তদন্তে সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছে।”
তিনি আরও জানান, শনিবার (২৪ মে) তাঁদের আদালতে হাজির করা হয়েছে।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        