নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, “আমরা আমাদের কাজ শেষ না করে কোথাও যাচ্ছি না।”
শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিকল্পনা উপদেষ্টা এসব কথা জানান।
প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জন সম্পর্কে তিনি বলেন, “তিনি (মুহাম্মদ ইউনূস) কোথাও যাচ্ছেন না। তিনি শুধু বলেছেন, আমাদের ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। তবে আমরা সব বাধা অতিক্রম করব।”
তিনি বলেন, “এই সরকারের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের কাজের ওপর। সুতরাং আমরা এ দায়িত্ব ছেড়ে যেতে পারি না।”
বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতিতে যেসব বাধা রয়েছে, তা চিহ্নিত করা এবং সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলেও জানান ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি আরও বলেন, “আমরা চাই, রাজনৈতিক দল, প্রশাসন, বিচার বিভাগ এবং সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করুক। গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব শক্তিকে আমরা আহ্বান জানাই—দেশের এই রূপান্তরপর্বে আমাদের পাশে দাঁড়াতে হবে। এটা শুধু আমাদের দায়িত্ব নয়, জাতীয়ভাবে সবার দায়িত্ব।”
উপদেষ্টারা স্বপ্রণোদিতভাবে দায়িত্ব গ্রহণ করেননি উল্লেখ করে তিনি বলেন, “আমাদের উপর একটি জাতীয় দায়িত্ব অর্পণ করা হয়েছে। তাই আমরা তা ছেড়ে যাব না।”
তবে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে কোনো নির্দিষ্ট আলোচনা হয়েছে কি না, তা স্পষ্টভাবে জানাননি তিনি।