১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভারতের বিএসএফের গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত

নিজস্ব প্রতিবেদক:

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। বিএসএফের দাবি, ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে অগ্রসর হচ্ছিলেন এবং একাধিকবার সতর্ক করার পরও থামেননি।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাসকাঁঠা জেলায় এই ঘটনা ঘটে। বিএসএফের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, সীমান্ত বেষ্টনীর কাছে এক ‘সন্দেহভাজন’ ব্যক্তি দেখা গেলে তাকে থামতে বলা হয়। কিন্তু তিনি বারবার সতর্ক সত্ত্বেও এগিয়ে যেতে থাকেন, ফলে আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বাহিনী।

ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। বিএসএফ প্রকাশিত ছবিতে দেখা গেছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক মধ্যবয়সী এবং চুলে পাকা ভাব রয়েছে।

প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারত-অধীকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর এক ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। নয়াদিল্লি ওই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত ইসলামপন্থীদের দায়ী করেছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।

সীমান্তে এই ঘটনাকে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএসএফ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top