২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বেরোবি দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের নতুন পরিচালক অধ্যাপক জাকিউর রহমান

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জাকিউর রহমান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর অনুমোদনে রেজিস্ট্রার ড. মোঃ হারুন অর রশিদের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়।

আদেশ অনুযায়ী, অধ্যাপক জাকিউর রহমান আগামী ২৫ মে ২০২৫ তারিখ থেকে এই দায়িত্ব পালন করবেন। তাঁর নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, অধ্যাপক জাকিউর রহমান ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে একজন অভিজ্ঞ শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে গবেষণা, পাঠদান ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর দিকনির্দেশনায় ই-লার্নিং সেন্টারটি আগামী দিনে আরও কার্যকর ও যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আদিনা কলেজে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  আজ ২৪ মে ২০২৫ তারিখ শনিবার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৫ শিক্ষার্থী

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্বিতীয়বারে মতো কৃতি শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। এতে আটটি অনুষদের সর্বোচ্চ ফল অর্জনকারী ৩৫ শিক্ষার্থীকে এই

নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব পেলো বাপ্পি-মোমেনের নতুন নেতৃত্ব

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি: নজরুল বিশ্ববিদ্যালয় তথা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্কিল ডেভেলপমেন্ট ক্লাব’ক্যারিয়ার ক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

শেষ হলো সিলেট অঞ্চলের বিডিবিও আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব – ২০২৫

আদিব হাসান প্রান্ত, সিকৃবি প্রতিনিধি: ২৩ মে,২০২৫ শুক্রবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিডিবিও আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব। সিলেট বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের তিনটি ক্যাটাগরিতে

Scroll to Top