নেওয়াজ ,চট্টগ্রাম প্রতিনিধি :
মহেশখালীতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মীকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল হক।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে মহেশখালীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে জবাই করার হুমকি দেওয়া মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আহমুদুর রহমান, মাতারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল হক জানান, নিয়মিত মামলায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পরবর্তী আদালতে সোপর্দ করা হয়েছে।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        