২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ড.ইউনুসের পদত্যাগ নয়, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় জনগণ -জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি:

দেশের জনগণ অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড.মোহাম্মাদ ইউনুসের পদত্যাগ নয় বরং প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায়। পরাজিত শক্তি ও তার দোসরদের কোন ফাঁদে পা দেওয়া হবে সম্পূর্ণরূপে আত্মঘাতী সিদ্ধান্ত। দেশকে অস্থিতিশীল করতে দেশী-বিদেশী বহুমুখী ষড়যন্ত্র চলছে। এমতাবস্থায় সরকার ও সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনীর যেমন রাজনৈতিক বক্তব্য সমর্থনযোগ্য নয়, ঠিক তেমনি সংস্কারের নামে দীর্ঘ সময় ক্ষমতায় থেকে পশ্চিমা কোন এজেন্ডা বাস্তবায়নের মানসিকতাও সমর্থনযোগ্য নয়।

শনিবার (২৪ মে) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের সভায় দলের শীর্ষ নেতৃবৃন্দ এসব কথা বলেন।

পল্টনস্থ দলীয় কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, সহ-সভাপতি মাওলানা, নাজমুল হাসান কাসেমী, মাওলানা আব্দুল বাছির, মুফতি মুজিবুর রহমান, মাওলানা শেখ মুজিবুর রহমান, মুফতি তাহের কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া।

উপস্থিত ছিলেন মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মুফতি মাস‌উদুল করিম, মাওলানা মুহাম্মদ উল্লাহ জামী, মাওলানা ফজলুল করিম কাসেমী,মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা ড. শোয়াইব আহমদ, মাওলানা কেফায়েত উল্লাহ আজহারী, আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল হক কাওসারী,মুফতি মকবুল হোসাইন কাসেমী, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা লোকমান মাযহারী, এডভোকেট মোহাম্মদ আলী, মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা আবুল বাশার,মাওলানা আলী আকবর কাসেমী,মুফতি নাসির উদ্দীন খান,মুফতি জাবের কাসেমী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মাওলানা ফেরদাউসুর রহমান,মাওলানা আব্দুল মালিক কাসেমী, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা জিয়াউল হক কাসেমী, মাওলানা শামসুল আরেফিন সাদী, মাওলানা গোলাম মাওলা, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি নুর মোহাম্মদ কাসেমী, মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরি, মাওলানা নজরুল ইসলাম,মুফতি মাহবুবুল আলম, মুফতি বশীরুল হাসান খাদিমানী, মাওলানা আমিনুল ইসলাম কাসেমী ও মাওলানা রুহুল আমিন নগরী প্রমুখ।

নেতৃবৃন্দ মায়ানমারের সাথে মানবিক করিডোর ও সুষ্ঠ পরিচালনার নামে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দেশবিরোধী কোন সিদ্ধান্ত জনগণ কখনোই মেনে নিবে না।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

‘তুই টাকার হিসাব দে, বিল ভাউচার দেখা’ – স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে অশ্লীল গালাগাল ও হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

 মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে(ভারপ্রাপ্ত )স্কুল চলাকালীন সময় শিক্ষক রুমের সম্মুখে অশ্লীল গালাগাল ও হুমকি- ধামকি দেওয়ার

তারুণ্যের সমাবেশ সফল করতে বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি: “তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ” ২৮ মে তাুরণ্যের রাজনৈতিক ভাবনা, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমাবেশ। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের

কাচিকাটা ইউনিয়নে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত!

আব্দুল মাবুদ মাহমুদ ইউসুফ, মনোহরদী প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার মনোহরদী থানাধীন কাচিকাটা ইউনিয়ন শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান

চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা, ভাঙ্গুড়ায় বিএনপি নেতাদের বিরুদ্ধে নারীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ দলটির ছয়জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক নারী। তার দাবি, নিজ বাড়ি নির্মাণের সময়

Scroll to Top