১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক:

 

ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের আলোচনায় প্রকৃত এবং গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৫ মে) ইতালির রোমে পঞ্চম দফার পারমাণবিক আলোচনার পর তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আলোচনা চালিয়ে যাওয়া খুবই ইতিবাচক হয়েছে এবং আশা করেন আগামী দুই দিনের মধ্যে একটি ঘোষণা আসতে পারে। ট্রাম্প মনে করেন, ইরানের পক্ষ থেকে কিছু ভালো খবর আসতে পারে।

রোমে অনুষ্ঠিত এই আলোচনায় নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন আঞ্চলিক দূত স্টিভ উইটকফ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আলোচনাগুলো শান্তিপূর্ণ ও পেশাদার পরিবেশে হয়েছে এবং ইরানের নীতিগত অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তিনি জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রী সমাধান ও আইডিয়া প্রস্তাব করেছিলেন, যা এই দফায় পরীক্ষা করা হয়েছে। উভয় পক্ষ ঐ প্রস্তাবগুলো নিয়ে আরও আলোচনা ও অধ্যয়ন করবে এবং পরবর্তী রাউন্ডের তারিখ ও স্থান পরে ঘোষণা করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top