২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

টয়লেটে পড়ে রক্তাক্ত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

 

সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে রক্তাক্ত হয়েছেন। সোমবার (২৬ মে) দুদকের এক মামলায় হাজিরা দিতে গিয়ে এই ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট নাসিম মাহমুদ। তিনি জানান, “গত নভেম্বর থেকে কামরুল ইসলাম কারাগারে আছেন। তার ওজন দ্রুত কমে যাচ্ছে এবং তিনি পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত। আজ হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে মাথার পেছনে আঘাত পেয়ে রক্তাক্ত হন তিনি। এরপর তার মাথায় ব্যান্ডেজ দিয়ে কেরাণীগঞ্জ কারাগারের হাসপাতালে পাঠানো হয়েছে।”

এর আগে, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। দুদকের তদন্তে জানা যায়, কামরুল ইসলামের নামে ১৫টি ব্যাংক হিসাবে মোট ১৬ কোটি ৭৭ লাখ টাকা জমা হয়েছিল, যার মধ্যে থেকে ১৩ কোটি ২২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে তার অ্যাকাউন্টে ৩ কোটি ৫৫ লাখ টাকা রয়েছে।

২০২৩ সালের ২৩ ডিসেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলাটি এখনো বিচারাধীন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top