১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গাজায় ফের রক্তাক্ত দিন, ২৪ ঘণ্টায় নিহত ৮১

নিজস্ব প্রতিবেদক:

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা অভিযানে আবারও রক্তাক্ত হলো একটি দিন। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৮১ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে ৫৩ জনই গাজা সিটির বাসিন্দা। আহত হয়েছেন কমপক্ষে ১৬৯ জন।

রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এসব হামলা চালায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ চাপা পড়ে আছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরাইল। এ পর্যন্ত এই সহিংসতায় নিহত হয়েছেন ৫৩ হাজার ৯৭৭ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৬৬ জন। নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। দুই মাস না যেতেই, ১৮ মার্চ থেকে ফের শুরু হয় দ্বিতীয় দফার হামলা। এই দ্বিতীয় পর্বেই প্রাণ হারিয়েছেন আরও ৩ হাজার ৮২২ জন এবং আহত হয়েছেন প্রায় ১১ হাজার ফিলিস্তিনি।

অন্যদিকে, ২০২৩ সালের হামলায় হামাস যে ২৫১ জনকে জিম্মি করেছিল, তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ জানায়, সামরিক অভিযান চালিয়েই তাদের উদ্ধার করা হবে।

গাজা উপত্যকায় চলমান এই রক্তক্ষয়ী সংঘাত থামার কোনো লক্ষণ নেই, বরং প্রতি দিনই বাড়ছে লাশের মিছিল, বাড়ছে মানবিক বিপর্যয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top