২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৬ হিজরি

বাকৃবির ব্যস্ত সড়ক সংস্কারে সরেজমিনে উপাচার্যের পরিদর্শন

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জব্বারের মোড় থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত ব্যস্ত সড়কটির চলমান সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

মঙ্গলবার (২৭ মে) বেলা ২টায় সড়ক সংস্কার কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন, প্রধান প্রকৌশলী মো. আতিকুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী, সহকারী প্রক্টর প্রফেসর ড. মো. মুনির হোসেন, প্রফেসর ড. মো. আনিছুর রহমান মজুমদার এবং জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি।

পরিদর্শনকালে ভাইস-চ্যান্সেলর সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীকে কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ করার কঠোর নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, স্বাধীনতার পূর্বে নির্মিত কংক্রিটের এই সড়কটি সময়ের ব্যবধানে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। প্রতিবছর বর্ষাকালে জলাবদ্ধতার কারণে এটি চলাচলের অনুপযুক্ত হয়ে যেত। পুনঃনির্মাণ সম্পন্ন হলে ছাত্র-ছাত্রীসহ সকলের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী এসাইনমেন্ট, চলছে বৃক্ষরোপণ

তনিয়া আক্তার, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে চলছে গাছের চারা লাগানোর এসাইনমেন্ট। বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের দর্শন

পটুয়াখালী ভার্সিটিতে, দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জাকির হোসেন হাওলাদার, দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগে প্লাম্বিংয়ের কাজ করার সময় দেয়াল ধসে রাফিউল্লাহ খান (রাফি)( ২১)নামে

ঈদের ছুটিতে আবাসিক হল সমূহ খোলা রাখার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূর্ব-ঘোষিত ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল-সমূহ খোলা রাখার দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তি প্রকাশ: নজরুল বিশ্ববিদ্যালয়ে ঈদ অবকাশ ২৬ জুন অবধি

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি: এবার মোট ২৬ দিনের ছুটি কাটাতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে আগামী

Scroll to Top