নিজস্ব প্রতিবেদক:
জাপান সফরে বাংলাদেশ সরকার জাপানের কাছ থেকে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ সহায়তা প্রত্যাশা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর মধ্যে ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা হিসেবে পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
মঙ্গলবার (২৭ মে) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টার জাপান সফরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপানের বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশ নিয়ে প্রবল আগ্রহ রয়েছে। এই সফরে বিনিয়োগ আকর্ষণে বেশ কিছু দিককে অগ্রাধিকার দেওয়া হবে।”
তিনি আরও জানান, মহেশখালী-মাতারবাড়িকে ঘিরে বড় পরিসরের একটি সমন্বিত অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে ছয়টি পোর্ট টার্মিনাল, একটি আধুনিক সিটি, একাধিক পাওয়ার প্ল্যান্ট, লজিস্টিক ও ম্যানুফ্যাকচারিং হাব, এবং একটি শক্তি হাব নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পগুলোর বাস্তবায়নে আন্তর্জাতিক বিনিয়োগ প্রয়োজন হবে প্রায় ১৪০ বিলিয়ন ডলার। জাপান সফরের মূল লক্ষ্যই হচ্ছে এসব প্রকল্পের জন্য সম্ভাব্য বিনিয়োগকারী খুঁজে বের করা।
শফিকুল আলম জানান, আড়াই হাজার জাপানির জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইতোমধ্যেই স্থাপন করা হয়েছে। সেখানে আরও জাপানি বিনিয়োগ আনার জন্য কী সুযোগ-সুবিধা দেওয়া যেতে পারে, তা নিয়েও আলোচনা হবে। সফরকালে আয়োজিত এক সেমিনারে প্রায় ৩০০ জন জাপানি বিনিয়োগকারী অংশ নেবেন বলে তিনি জানান।
প্রেস সচিব বলেন, “মাতারবাড়ি যখন উন্নয়ন পাবে, তখন কক্সবাজার অঞ্চলও নতুনভাবে গড়ে উঠবে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দেওয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।”
তিনি আশা প্রকাশ করেন, জাপান সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে এবং বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় উল্লেখযোগ্য বিনিয়োগ আসবে।