নিজস্ব প্রতিনিধি:
সরকারি চাকরিজীবীদের আচরণ ও দায়িত্ব পালনের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “আমরা আশা করি, প্রজাতন্ত্রের কর্মচারীরা সংবিধান ও রাষ্ট্রীয় নিয়ম-কানুন মেনে চলবেন এবং পেশাদারিত্ব বজায় রাখবেন।”
মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যদি কোনো যৌক্তিক দাবি থাকে, তাহলে তারা তা সচিবদের কমিটির মাধ্যমে উত্থাপন করতে পারবেন।”
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহেশখালী ও মাতারবাড়িকে ‘নিউ সিঙ্গাপুরে’ রূপান্তরিত করতে চান। তিনি বলেন, “এই অঞ্চলে বিশ্বখ্যাত মালয়েশীয় জ্বালানি কোম্পানি পেট্রোনাস এলএনজি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।”
প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফর প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “এই সফর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আড়াই হাজার জাপানিকে কেন্দ্র করে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে। সফরে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি তারা কী ধরনের সুবিধা চান, সে বিষয়ে আলোচনার সুযোগ থাকবে।”
তিনি আরও জানান, “জাপানের কাছ থেকে ৫০০ থেকে ৭৫০ মিলিয়ন ডলার, সর্বোচ্চ ১ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা প্রত্যাশা করছে বাংলাদেশ সরকার। এর মধ্যে অন্তত ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা হিসেবে পাওয়ার আশা করা হচ্ছে।