১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দেশে ফিরছেন এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল

নিজস্ব প্রতিবেদক:
মাউন্ট এভারেস্ট জয় করে দেশের গর্ব হয়ে ওঠা বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল আগামীকাল (২৯ মে) দেশে ফিরছেন। বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

নেপাল থেকে পাঠানো একটি অডিও বার্তায় শাকিল জানান, “আশা করি আমার শুভাকাঙ্ক্ষীরা যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত থাকবেন।”

গত ১৯ মে নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন শাকিল। অনন্য এক অভিযান শেষে তিনি ৮৪ দিনে কক্সবাজারের ইনানী সৈকত থেকে এভারেস্ট শিখর পর্যন্ত প্রায় ১,৩৭২ কিলোমিটার পথ হেঁটে অতিক্রম করেন।

এই অসাধারণ অভিযানের প্রধান পৃষ্ঠপোষক ছিল ফুড ব্র্যান্ড ‘প্রাণ’। সহযোগী হিসেবে ছিল ‘মিস্টার নুডলস’, রেডিও পার্টনার ‘জাগো এফএম’, নিউজ পার্টনার ‘জাগোনিউজ২৪.কম’, গিয়ার পার্টনার ‘মাকালু-ই-ট্রেডার্স নেপাল’ এবং ওরাল হেলথ পার্টনার ‘সিস্টেমা টুথব্রাশ’।

এই সফল অভিযানের মাধ্যমে দেশের তরুণদের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন শাকিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top