১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দুর্নীতি মামলায় খালাস পেলেন তারেক রহমান ও জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর মাধ্যমে সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান।

মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী আসিফ হাসান, আর আপিলকারীদের পক্ষে ছিলেন এস এম শাহজাহান, কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম।

আদালতের রায়ের পর আইনজীবী এস এম শাহজাহান বলেন, মামলায় যেসব সম্পত্তি তারেক রহমানের নামে দেখানো হয়েছিল, সেগুলোর কোনোটিই অবৈধ নয় এবং একটিও বিদেশে অবস্থিত নয়। তিনি জানান, সেনানিবাসের মইনুল রোডের বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল, অথচ সেটিকেও অবৈধ সম্পদ হিসেবে দেখানো হয়। গুলশানের আরেকটি সম্পত্তিও ছিল রাষ্ট্রীয় বরাদ্দকৃত, যার মূল্য ছিল ৩৩ টাকা, তাও মামলার অন্তর্ভুক্ত করা হয়।

১৪ মে হাইকোর্ট ডা. জুবাইদা রহমানের তিন বছরের সাজার বিরুদ্ধে করা আপিল গ্রহণ করে এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়। এর আগে, ১৩ মে হাইকোর্ট ৫৮৭ দিনের বিলম্ব মওকুফ করে আপিল গ্রহণে অনুমতি দেয়।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান, ডা. জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top