১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইশরাক হোসেনের শপথ নিয়ে সিদ্ধান্ত রায়ের কপি পাওয়ার পর: সিইসি

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আপিল বিভাগের রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর আইনগত বিশ্লেষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, “আমরা এখনো আপিল বিভাগের রায়ের কপি হাতে পাইনি। রায় পাওয়ার পর আইনগত দিক যাচাই করে করণীয় ঠিক করব।”

এর আগে বিকেলে নির্বাচন কমিশনে প্রায় তিন ঘণ্টাব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিইসির সঙ্গে কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বৈঠকে মূলত ইশরাক হোসেনের শপথ গ্রহণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র মেয়াদ শেষ হচ্ছে ১ জুন। তার আগেই ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।

গত ২৭ এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনের পক্ষে আপিলের রায় দেওয়ার পর নির্বাচন কমিশন তাকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট জারি করেছিল। তবে এরপর সেই গেজেটের বিরুদ্ধে আবারও আপিল হলে তার শপথ আটকে যায়।

নির্বাচন কমিশন জানিয়েছে, এখন আপিল বিভাগের চূড়ান্ত রায়ের কপি হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা। এরপরই নির্ধারিত হবে, ইশরাক হোসেন কবে নাগাদ মেয়র হিসেবে শপথ নিতে পারবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top