১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেশজুড়ে যৌথ অভিযানে এক সপ্তাহে ৩৯০ অপরাধী আটক

নিজস্ব প্রতিবেদক:

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর ব্যাপক অভিযান চলছে। এরই অংশ হিসেবে গত ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত এক সপ্তাহে দেশব্যাপী চালানো অভিযানে মোট ৩৯০ জন অপরাধীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ পুলিশের সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার আসামি, অবৈধ অস্ত্রধারী, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়।

আটককৃতদের কাছ থেকে ২১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৯৯টি বিভিন্ন ধরনের গুলি, ১৬টি ককটেল বোমা, বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র, মোটরসাইকেল, চোরাই মোবাইল ফোন, ওয়াকি-টকি, পাসপোর্ট, জালনোট ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল, নিরাপত্তা কার্যক্রম এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। শিল্পাঞ্চলগুলোতে সম্ভাব্য অস্থিরতা রোধে শ্রমিক-মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতেও সেনা টহলদল সক্রিয় ভূমিকা পালন করছে।

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে অস্থায়ী পশুরহাটে নিরাপত্তা ও নজরদারির পাশাপাশি, ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে সড়কে ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতকরণ ও টিকিট কালোবাজারি রোধে বিশেষ টহল কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণকে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top