১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পাকিস্তানে অভিযানে ৪ সেনা নিহত, ভারত-সমর্থিত ১২ সন্ত্রাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে দেশটির চার সেনা নিহত হয়েছেন। অভিযানে ভারত-সমর্থিত বলে দাবি করা ১২ জন সন্ত্রাসীও নিহত হয়। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআরের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল এলাকায় একটি চেকপোস্টে হামলার চেষ্টা চালায় ‘ভারত-সমর্থিত খারিজি’ বন্দুকধারীরা। সেনাবাহিনী এই হামলার অপচেষ্টা সাহসিকতার সঙ্গে প্রতিহত করে এবং পাল্টা গুলিবিনিময়ে ছয় সন্ত্রাসী নিহত হয়।

এই অভিযানে নিহত চার সেনা সদস্য হলেন:

  • লেফটেন্যান্ট দানিয়াল ইসমাইল (২৪), মর্দান জেলা
  • নায়েব সুবেদার কাশিফ রেজা (৪২), চকওয়াল জেলা
  • ল্যান্স নায়েক ফিয়াকত আলি (৩৫), হারিপুর জেলা
  • সিপাহি মুহাম্মদ হামিদ (২৬)

চিত্রাল জেলায় আরেক সংঘর্ষে আরও একজন অস্ত্রধারী নিহত হয়।

এছাড়া বেলুচিস্তানের লোরালাই জেলায় একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে চারজন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। নিহতরা রারাশাম সংলগ্ন এন-৭০ মহাসড়কে ২০২৩ সালের আগস্ট ও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে হামলার সঙ্গে জড়িত ছিল, যেখানে অন্তত ৩০ জন প্রাণ হারান। কেচ জেলায় আরেক অভিযানে আরও একজন অস্ত্রধারী নিহত হয়।

প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “ফিতনা-ই-হিন্দুস্তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।” তিনি জানান, সন্ত্রাস দমন অভিযান অব্যাহত থাকবে এবং জাতি এ বিষয়ে ঐক্যবদ্ধ।

প্রসঙ্গত, গত মাসে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেন, ভারত তার সন্ত্রাসী নেটওয়ার্ক সক্রিয় করেছে এবং এই কার্যক্রম ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার নির্দেশেই পরিচালিত হচ্ছে বলে ‘অপরিহার্য প্রমাণ’ রয়েছে বলেও দাবি করেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top