২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

নকলায় বিএনপি নেতার গুদাম থেকে ভিজিডির ৯৬ বস্তা চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক:

শেরপুরের নকলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ভিজিডি কর্মসূচির ৯৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। এসব চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে আটক করা হয়েছে চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াকে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজার ও হাজী মোড়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। সেনাবাহিনী ও থানা পুলিশের দুটি দল অভিযানে সহায়তা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপি নেতা শাহজাহান মিয়া সরকারি সহায়তার চাল ও টিসিবির পণ্য সংগ্রহ করে নারায়নখোলা বাজারের নূর ইসলামের মার্কেটের একটি কক্ষে মজুদ রাখতেন এবং পরে সেগুলো বেশি দামে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই কক্ষে অভিযান চালিয়ে ৪১ বস্তা চাল উদ্ধার করা হয় এবং শাহজাহান মিয়াকে আটক করা হয়।

এরপর নারায়নখোলা হাজী মোড়ে একটি নির্মাণাধীন ভবনের পৃথক দুটি কক্ষে আরও ৫৫ বস্তা চাল পাওয়া যায়। তবে সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

নকলা থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন, “জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top