১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পাকিস্তানে তীব্র তাপদাহ ও ঝড়বৃষ্টিতে প্রাণহানি বেড়ে ৩২

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তানে চলমান তীব্র তাপদাহ ও প্রবল ঝড়বৃষ্টিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সর্বশেষ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় আহত হয়েছেন ১৫০ জনের বেশি মানুষ।

শুক্রবার করাচি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত এক সপ্তাহ ধরে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া, ভারি বৃষ্টি ও উষ্ণতা জনজীবন বিপর্যস্ত করে তুলেছে।

এর আগে বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন জেলায় ঝড় ও বৃষ্টিতে এক শিশুসহ পাঁচজনের মৃত্যুর খবর জানায় প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এর আগে গত শনিবার ঝড়বৃষ্টিতে ১৪ জন এবং মঙ্গলবার আরও ১০ জনের মৃত্যু হয়।

জাতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঝড়ো আবহাওয়া উত্তর ও মধ্য পাকিস্তানে শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে দেয়াল ও ছাদ ধসে পড়ায়। এছাড়া প্রবল ঝড়ে সৌর প্যানেল ভেঙে পড়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদে তিন শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানে চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। মে মাসে সাধারণত ঝড়ের প্রবণতা থাকলেও এবার তা ভয়াবহ রূপ নিয়েছে। গত মাসে দেশটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, কিছু এলাকায় তা ৪৮ ডিগ্রি ছাড়িয়েছে।

প্রতি বছরই মে মাসে ঝড় ও তাপদাহে পাকিস্তানে প্রাণহানির ঘটনা ঘটে। চলমান দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top