১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক দ্বিগুণ, ঘোষণা দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক:

মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করা হচ্ছে। আগামী বুধবার থেকেই এই শুল্ক কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

পেনসিলভানিয়ার পিটসবার্গে এক জনসভায় দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, এই পদক্ষেপের ফলে দেশের ইস্পাত শিল্প পুনরুজ্জীবিত হবে, জাতীয় সরবরাহে স্বনির্ভরতা অর্জন সম্ভব হবে এবং চীনের ওপর নির্ভরতা হ্রাস পাবে।

তিনি আরও জানান, ইউএস স্টিল ও জাপানের নিপ্পন স্টিল যৌথভাবে পিটসবার্গ অঞ্চলে ইস্পাত উৎপাদনে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি এবং দুই প্রতিষ্ঠানই চুক্তির বিষয়টি নিশ্চিত করেনি।

জনসভায় উপস্থিত ইস্পাতশ্রমিকদের আশ্বস্ত করে ট্রাম্প বলেন, “কোনো ছাঁটাই হবে না, আউটসোর্সিংও নয়—আর প্রত্যেক মার্কিন ইস্পাতকর্মী খুব শিগগিরই ৫ হাজার ডলারের বোনাস পাবেন।”

ট্রাম্প স্মরণ করিয়ে দেন, ২০১৮ সালে প্রথম প্রেসিডেন্ট মেয়াদে ২৫ শতাংশ শুল্ক আরোপের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইস্পাত কোম্পানি ইউএস স্টিলকে ‘বাঁচিয়েছিলেন’। এবার তিনি শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করছেন ইউএস স্টিলের টিকে থাকা নিশ্চিত করতে।

এই ঘোষণার সময় আন্তর্জাতিক বাণিজ্য আদালতে তার আরোপিত শুল্ক নিয়ে মামলা চলমান রয়েছে। যদিও আদালতের এক নির্দেশে কিছু শুল্কারোপ স্থগিত করা হলেও আপিল আদালত তা বহাল রেখেছে। তবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ট্রাম্পের শুল্ক এই মামলার আওতার বাইরে।

বিশ্বের মোট ইস্পাত উৎপাদনের অর্ধেকেরও বেশি একাই চীন উৎপাদন করে। যুক্তরাষ্ট্র বর্তমানে চতুর্থ বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ, যেখানে ভারত ও জাপান দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

এই শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি ও আন্তর্জাতিক অর্থনীতিতে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top