২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

খান ইউনিসে হামলায় ১০ ইসরাইলি সেনা হতাহত: দাবি আল-কুদস ব্রিগেডের

নিজস্ব প্রতিবেদক:

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনিসে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর হামলায় ১০ জন ইসরাইলি সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড। শুক্রবার (৩০ মে) এক বিবৃতিতে তারা এই তথ্য জানায়। খবর মেহের নিউজের।

তবে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল। শুক্রবারের হামলায় নিহত ৭২ জন এবং আহত ২৭৮ জনসহ এ পর্যন্ত উপত্যকায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৩২১ জনে এবং আহত হয়েছেন এক লাখ ২৩ হাজার ৭৭০ জন। এদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এরই প্রেক্ষিতে গাজায় অভিযান শুরু করে আইডিএফ।

যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী রাষ্ট্রের চাপের মুখে ২০২৪ সালের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। তবে যুদ্ধবিরতির দুই মাস পূর্ণ হওয়ার আগেই, ১৮ মার্চ থেকে দ্বিতীয় দফায় গাজায় হামলা শুরু করে ইসরাইলি বাহিনী।

গত আড়াই মাসের এই অভিযানে আরও ৩ হাজার ৮২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১১ হাজার। সংঘাতের এই দীর্ঘস্থায়ী রূপ ও বিপুল প্রাণহানিতে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top