১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাপান সফর শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক:

চারদিনের জাপান সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে টোকিও থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

গত বুধবার টোকিও পৌঁছান ড. ইউনূস। সফরের প্রথম দিনেই জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন তিনি। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এছাড়াও বাংলাদেশকে বাজেট সহায়তা এবং রেলপথ উন্নয়নের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার সহায়তা প্রদানের ঘোষণা দেয় জাপান সরকার।

জাপান সফর শেষে শনিবার সকালে দেশে ফিরছেন ড. ইউনূস। তাকে আজ রাতেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এই সফরকে দুই দেশের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top