১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরে গ্যাস সংকট পরিদর্শনে উপদেষ্টা, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, দেশের প্রায় সব এলাকাতেই অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এসব সংযোগের পেছনে তিতাস গ্যাসের কিছু কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার সকালে কালিয়াকৈরের বন্ধুরা এলাকায় অবস্থিত টাওয়েল টেক্স লিমিটেড কারখানার গ্যাস পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি জানান, অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বড় পরিসরে সংযোগ বিচ্ছিন্ন অভিযানে নামবে সরকার। এ বিষয়ে তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শিগগিরই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সময় গ্যাস সংকট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “শিল্প মালিকরা যে গ্যাস সংকটের অভিযোগ তুলেছেন, তা কিছুটা সত্য। আমরা বিষয়টি অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। বর্তমানে সমুদ্রে অনুকূল আবহাওয়ার অভাবে এলএনজি কার্গো স্টক করতে সমস্যা হয়েছে। তবে শনিবার সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি।”

টাওয়েল টেক্স লিমিটেডের পরিচালক শাহাদাত হোসেন সোহেল বলেন, “চলতি মাসে গ্যাস সংকট মারাত্মক রূপ নিয়েছে। আমরা ২৪ ঘণ্টা না হলেও অন্তত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ চাই। গ্যাস না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে, খরচও বেড়েছে অনেক।”

তিনি আরও বলেন, শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top