১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল হচ্ছে রোববার

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে ‘গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। সভার আয়োজন করে মানবাধিকার সংগঠন ‘অধিকার’।

চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে ‘গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস’ হিসেবে অভিহিত করে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।

তিনি বলেন, “বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এখন পর্যন্ত ১০ থেকে ১৫টি গুরুত্বপূর্ণ গুমের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে। জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে।”

চিফ প্রসিকিউটর আরও জানান, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে, মানবাধিকার রক্ষার পাশাপাশি বিচারিক প্রক্রিয়ায় যেন অবিচার না ঘটে, সে বিষয়ে তারা অত্যন্ত সতর্ক।

রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের তালিকায় শেখ হাসিনা ছাড়াও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে নির্বিচারে দেড় হাজারের বেশি মানুষ নিহত হয় বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে এবং তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান।

এরপর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ওই আন্দোলন দমনে পরিচালিত সহিংস অভিযানের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, উসকানি ও প্ররোচনাসহ পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ মিলেছে। তদন্ত শেষে গত ১২ মে এই তথ্য জানানো হয়।

বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের বিচারে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিচারকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top