৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৭ হিজরি

দুবাইয়ে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উদযাপন

এম এম আবু বকর হারুন, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি:

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংযুক্ত আরব আমিরাতের দুবাই শাখা। এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

শনিবার (৩১ মে) রাতে দুবাইয়ের মৌরি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, দুবাই বিএনপির সহ-সভাপতি জানে আলম জনি এবং দুবাই যুবদলের সভাপতি ইউনুছ বাচ্চু।

সভায় আরও বক্তব্য রাখেন হিরো করিম, লায়ন ওসমান চৌধুরী, আবদুস সাত্তার, ইয়াছিন আরাফাত, আনোয়ার হোসেন, আলাউদ্দিন, আবদুল্লাহ আব্বাস, আবদুল মন্নান, মোহাম্মদ ইমাম প্রমুখ।

অনুষ্ঠানের শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top