৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৭ হিজরি

বাংলাদেশী প্রবাসী নাহিদ হত্যার মূল অপরাধী গ্রেফতার

হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী ) ইতালি প্রতিনিধি :

গত ২৭ শে মে ঘটে যাওয়া বাংলাদেশী প্রবাসী নাহিদ হত্যার মূল অপরাধী ১৮ বছরের একজন কিশোর কে গ্রেফতার করেছে ইতালি স্পেশাল ব্রাঞ্চ ক্যারাবিয়ান।

স্পেশাল ব্রাঞ্চ ক্যারাবিয়ান অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে অপরাধীকে সনাক্ত করেন ।গতকাল ৩১ শে মে বিকেলে খুনি কে চিস্তেরনা দি লাতিনা (Cisterna di latina) শহরের একটি বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। এবং সেখান থেকে র”ক্ত মাখা ছু”ড়িটি উদ্ধার করা হয় আরদেয়া শহরের একটি ফসলি জমি থেকে।


বাংলাদেশী প্রবাসী নাহিদ মিয়ার বুকে তার নিজ কর্মস্থলে একটি প্টেরল পাম্পে ছুড়ি চালিয়ে ৫৭০ ইউরো ছিনিয়ে নেয় অপরাধী। অপরাধটি পরিকল্পিত কিনা যথযথ তদন্তে সঠিক বিচারের দাবি নাহিদ মিয়ার পরিবার সহ যে এলাকায় বসবাস করতেন সে এলাকার সকল জনগন ও বাংলাদেশি প্রবাসী।
ইতালি প্রশাসন স্পেশাল ব্রাঞ্চ এই হত্যার আসল রহস্য উদ্ঘাটন করবার জন্য সকল আইন শৃঙ্খলা ও প্রাইভেট সিকিউরিটি ডিপার্মেন্ট কে নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top