আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে পাহাড়ি সশস্ত্র সংগঠন ‘কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট’ (কেএনএফ) এর ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুচ ছালামের ছোট ভাই তারেকুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ জুন) রাতে নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া তারেকুল ইসলাম ‘ওয়েল কম্পোজিট নিট লিমিটেড’-এর পরিচালক। এটি সাবেক এমপি আব্দুচ ছালামের পারিবারিক প্রতিষ্ঠান ‘ওয়েল গ্রুপ’-এর সহযোগী প্রতিষ্ঠান। আব্দুচ ছালাম ‘ওয়েল গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ। তিনি আওয়ামী লীগ আমলে একাধারে নয় বছর সিডিএ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার অন্য তিনজন হচ্ছেন— তৌহিদুল ইসলাম, জামালুল ইসলাম ও মো. আতিকুর রহমান। তারা ওয়েল কম্পোজিট নিট লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। পুলিশের অভিযোগ, এই প্রতিষ্ঠান থেকে কেএনএফের ইউনিফর্ম তৈরির জন্য কাপড় সরবরাহ করা হচ্ছিল।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত মে মাসে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় চার দফা অভিযান চালিয়ে ৪৭ হাজার ৫৮৫ পিস ইউনিফর্ম ও ৩১৫ ফুট ইউনিফর্মের থান কাপড় জব্দ করে পুলিশ। এ ঘটনায় মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তে ১৫ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই চক্রের মূল হোতা মংহ্লাসিন মারমা ওরফে মং মারমাকে শনাক্ত করা হলেও এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        