নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহাকে ঘিরে সারাদেশে জনগণের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ইতোমধ্যেই দেশের প্রতিটি শহর ও গুরুত্বপূর্ণ এলাকায় ফোর্স সক্রিয়ভাবে মাঠে কাজ করছে।
মঙ্গলবার (৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ঈদে যাতে কোনো জায়গায় সমস্যা না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সব বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, সবাই নির্বিঘ্নে এবং নিরাপদে ঈদ উদযাপন করতে পারবেন।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী এবং মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান খান শিমুল বিশ্বাস।
তিনি বলেন, ঈদের আগে-পরে মানুষের চলাচল, পশুবাহী ট্রাক চলাচল, কোরবানির পশু কেনাবেচা, হাট ব্যবস্থাপনা—সব বিষয়েই নজরদারি বাড়ানো হয়েছে। সড়ক-মহাসড়কে টহল বাড়ানো হয়েছে, যাতে যাত্রী ও পরিবহন চলাচলে কোনো বিঘ্ন না ঘটে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, “আমরা জনগণের পাশে আছি। যেকোনো প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত সাড়া দেবে। আপনারা নিশ্চিন্তে ঈদ উদযাপন করুন।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        