নিজস্ব প্রতিনিধি:
আগামী ১ জুলাই ২০২৫ থেকে সরকারি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, পুলিশ, বিজিবি এবং পেনশনভোগীদের জন্য ‘বিশেষ সুবিধা’ চালু করছে সরকার। মঙ্গলবার (৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বেতনস্কেলের আওতায় থাকা গ্রেড ১ থেকে ৯ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ওপর ১০ শতাংশ এবং গ্রেড ১০ থেকে ২০ পর্যন্ত চাকরিজীবীরা ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন। এ সুবিধা হিসেব করা হবে প্রতিবছরের ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে। তবে চাকরিজীবীদের ক্ষেত্রে এ সুবিধার ন্যূনতম পরিমাণ হবে ১,০০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৫০০ টাকা।
এই সুবিধা পিআরএলে থাকা, পেনশন পুনঃস্থাপনপ্রাপ্ত, সাময়িক বরখাস্ত, চুক্তিভিত্তিক নিয়োজিত ও সাধারণ পেনশনভোগীদের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্তে প্রযোজ্য হবে। তবে যাঁরা ১০০% গ্রস পেনশন এককালীন উত্তোলন করেছেন এবং এখনো পুনঃস্থাপনের যোগ্যতা অর্জন করেননি, তাঁরা এ সুবিধার আওতায় পড়বেন না। একইভাবে যারা বিনা বেতনে ছুটিতে আছেন, তারাও এই সুবিধা পাবেন না।
স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত যেসব কর্মী জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী বেতন পান, তারা নিজ নিজ প্রতিষ্ঠানের বাজেট থেকে এই বিশেষ সুবিধার অর্থ পাবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আগের আদেশ (নং ০৭.০০.০০০০.১৬১.৯৯.০১০.২৩-১৩২, তারিখ: ১৮/০৭/২০২৩) বাতিল করা হয়েছে এবং জনস্বার্থে নতুন প্রজ্ঞাপনটি কার্যকর করা হয়েছে।
এই উদ্যোগের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং পেনশনভোগীরা নিয়মিত আয় বাড়ার একটি নির্ধারিত সুবিধা পাবেন, যা চলমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে কিছুটা আর্থিক সহায়তা হিসেবে কাজ করবে।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        