২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

সাংবাদিক মুন্নি সাহাসহ পরিবারের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি:

সাংবাদিক মুন্নি সাহা, তার মা আপেল রানী সাহা, স্বামী কবির হোসেন এবং দুই ভাই তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৩ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাতের করা আবেদনে উল্লেখ করা হয়, মুন্নি সাহা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে বর্তমানে অনুসন্ধান চলছে।

আবেদনে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করে বিদেশে পলায়নের চেষ্টা করতে পারেন—এমন তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে। এতে করে অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এই প্রেক্ষাপটে, মামলার স্বার্থে তাদের বিদেশে যাওয়া সাময়িকভাবে নিষিদ্ধ করা জরুরি বলে আদালতে জানায় দুদক। আদালত আবেদন আমলে নিয়ে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top