২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

গাজায় ইসরাইলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৫৪ হাজার ৫০০

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা আগ্রাসনে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২০৮ জন।

মঙ্গলবার (৩ জুন) রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৫১০ জনে। আহত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৯০১ জন।

বিবৃতিতে আরও জানানো হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন এবং রাস্তার ওপর পড়ে রয়েছেন। উদ্ধারকর্মীরা নিরাপত্তার অভাবে অনেক জায়গায় পৌঁছাতে পারছেন না।

চলতি বছরের জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি ১৮ মার্চ বাতিল করে ইসরাইল ফের হামলা শুরু করে। ওই সময় থেকে নতুন করে বিমান ও স্থল হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৪ হাজার ২৪০ জন, আহত হয়েছেন ১২ হাজার ৮৬০ জনের বেশি।

জাতিসংঘের তথ্যানুযায়ী, হামলার ফলে গাজার ৯০ শতাংশ জনগণ বাস্তুচ্যুত হয়েছেন এবং অবরুদ্ধ ভূখণ্ডটির অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এছাড়াও, অবরুদ্ধ এই এলাকায় সামরিক আগ্রাসনের অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top