২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

জামায়াতে ইসলামীকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৪ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের ষষ্ঠ বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক ও নিবন্ধনের বিষয়টি আমরা আদালতের আদেশ অনুযায়ী বিবেচনায় নিয়েছি। ২০০৮ সালের এক প্রজ্ঞাপনে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী, প্রতীক একবার কোনো দলকে বরাদ্দ দেওয়া হলে সেটি সংরক্ষিত থাকে। তাই দলটি প্রতীকসহ নিবন্ধন পাবে।”

প্রসঙ্গত, ১ জুন জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় খারিজ করে দেয় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে দলটির রেজিস্ট্রেশন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই রায় দেন। আদালত বলেন, “জামায়াতের রেজিস্ট্রেশন সংক্রান্ত যেসব বিষয় এখনো নিষ্পত্তি হয়নি, তা নির্বাচন কমিশন সংবিধান ও আইনের আলোকে নিষ্পত্তি করবে।”

এই রায়ের পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top