নিজস্ব প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে সরকার। বুধবার (রাত ৯টার দিকে) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে ওই কাগজ হস্তান্তর করেন।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম এবং রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল এবং সাক্ষাতের সময় কিছু কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। তবে ওই কাগজের বিস্তারিত সম্পর্কে তিনি কিছু জানাননি।
সরকারি সূত্রে জানা যায়, ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর স্ত্রী খালেদা জিয়াকে গুলশান এলাকার প্রায় দেড় বিঘা জমির একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি বর্তমানে তিনি ‘ফিরোজা’ নামক বাসভবনের পাশেই ব্যবহার করছেন। এছাড়া একসময় সেনানিবাসেও খালেদা জিয়াকে একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে বাতিল করে দেয় আওয়ামী লীগ সরকার।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর খালেদা জিয়ার গুলশান বাড়িটি তাঁর নামে নামজারি করার কার্যক্রম সম্পন্ন হয়। গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নামজারির কাজ আগে থেকেই শেষ ছিল। তবে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে কাগজ হস্তান্তরে কিছুটা বিলম্ব হয়।
সরকারি কর্মকর্তারা জানান, এই উদ্যোগ সম্পূর্ণ প্রশাসনিক এবং এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। উদ্দেশ্য শুধুমাত্র মালিকানার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        